প্রায় ৪ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা ফোর্ডের

১৪ ফেব্রুয়ারি, ২০২৩ ১৬:০৭  

ইউরোপের দেশগুলো থেকে প্রায় ৪ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে আমেরিকান বহুজাতিক অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান ফোর্ড। আগামী তিন বছরের মধ্যে তারা প্রতিষ্ঠানটির প্রকৌশল (ইঞ্জিনিয়ারিং) এবং প্রশাসনিক (অ্যাডমিনিস্ট্রেশন) বিভাগ থেকে তিন হাজার ৮০০ জনকে ছাঁটাই করবে অটোমোবাইল প্রতিষ্ঠানটি।

খরচ কমিয়ে উৎপাদন বাড়ানোর উপায় হিসেবে কোম্পানিটি এই পরিকল্পনা নিয়েছে বলে মঙ্গলবার খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

খবরে প্রকাশ, গাড়ি নির্মাতা কোম্পানিটি জার্মানি থেকে ছাঁটাই করবে দুই হাজার ৩০০ জনকে। এ ছাড়া যুক্তরাজ্য থেকে এক হাজার ৩০০ এবং বাকি ২০০ জনকে ইউরোপের অন্য দেশগুলো থেকে ছাঁটাই করা হবে।

এক বিবৃতিতে ফোর্ড বলছে, ‘ইউরোপে ব্যবসাকে পুনরুজ্জীবিত করার জন্য’ এই ছাঁটাই করা হবে।

ফেব্রুয়ারির শুরুর দিকেই খরচ কমানোর বিষয়ে ইঙ্গিত দিয়েছিল কোম্পানিটি। ফোর্ডের প্রধান আর্থিক কর্মকর্তা জন ললার বলেছিলেন, ‘কঠিন হলেও এটি উৎপাদন এবং সরবরাহ ব্যবস্থাপনায় খরচ কমাতে সাহায্য করবে।’

ললার সে সময় আরও বলেছিলেন, ‘ইউরোপে প্রকৌশলীদের উৎপাদনশীলতা যেমন হওয়ার কথা, বাস্তবে তার চেয়ে ২৫-৩০ শতাংশ কম।’